প্রাথমিকে চাকরি (Primary education) চেয়ে ফের বিক্ষোভে (Agitation) প্রার্থীরা। বুধবার দুপুরে সল্টলেকের (Salt Lake) আচার্য প্রফুল্লচন্দ্র ভবনের সামনে বিক্ষোভ দেখান তাঁরা। তার জেরে খানিকক্ষণের জন্য উত্তেজনা (Tension) তৈরি হয়। পুলিশ (Police) গেলে চাকরি প্রার্থীদের সঙ্গে ধস্তাধস্তিও হয়। পরে ওই এলাকা থেকে পুলিশ তাঁদের হটিয়ে দেয়।
জানা গিয়েছে, এদিন যাঁরা বিক্ষোভ দেখান, তাঁরা প্রত্যেকেই ২০১৪ সালে টেট উত্তীর্ণ। প্রায় আট বছর পরেও চাকরি না পাওয়া তাঁরা বিক্ষোভের রাস্তায় হাঁটতে বাধ্য হয়েছেন বলেই দাবি বিক্ষোভকারী রিঙ্কি গোলদারের। তাঁর অভিযোগ, আট বছর আগে সরকার তাঁদের প্রতিশ্রুতি দিয়েছিল চাকরির ব্যবস্থা করা হবে। কিন্তু বছর কেটে গিয়েছে, তাঁদের নামে কোনও নিয়োগপত্র এখনও তৈরি হয়নি।
এদিন প্রথমে মিছিল করেন চাকরি প্রার্থীরা। তারপর সল্টলেকের আচার্য প্রফুল্লচন্দ্র ভবনের সামনে হঠাৎ বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের হঠাতে ঘটনাস্থলে যায় বিধাননগরের পুলিশ। বিক্ষোভকারীদের অভিযোগ, আলোচনার নামে তাঁদের উপর চড়াও হয় পুলিশ। রীতিমতো চ্যাংদোলা করে ঘটনাস্থল থেকে তাঁদের হঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।