রাজ্যজুড়ে (West Bengal Weather Update) তাপমাত্রার ওঠা-নামা অব্যাহত । আপাতত শীতের (Winter) আমেজ থাকলেও শুক্রবার থেকে বদল হবে আবহাওয়া। বাড়বে তাপমাত্রা। যার জেরে কমবে শীতের আমেজ। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, দক্ষিণ আন্দামানে নিম্নচাপ তৈরি হয়েছে যার জেরেই বাড়বে রাজ্যের তাপমাত্রা (Weather)।
ইতিমধ্যেই বঙ্গোপসাগরের ওই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপ আগামী বৃহস্পতিবারের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। নতুন এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে মান্দাস। ঘূর্ণিঝড় মান্দাসের নামকরণ করেছে সংযুক্ত আরব আমিরশাহী। আরবি ভাষায় মান্দাস-এর অর্থ হল ভেলা।
আরও পড়ুন- ভিক্টোরিয়া থেকে ইকোপার্ক, এক টিকিটেই ঘোরা যাবে শহর
বঙ্গোপসাগরে তৈরি এই ঘূর্ণিঝড়ের প্রভাব রাজ্যে সরাসরি পড়বে না। বৃহস্পতিবার সকালে ৯০ থেকে ১০০ কিলোমিটার গতিবেগে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে তামিলনাড়ু ও পুদুচেরি উপকূলে। এর প্রভাব পড়বে অন্ধ্রপ্রদেশ উপকূলেও। বুধবার রাত থেকেই বদলে যাবে তামিলনাডু, পুদুচেরি করাইকাল এবং অন্ধ্রপ্রদেশ উপকূলের আবহাওয়া।