প্রথম থেকে পঞ্চম শ্রেণিতে শিক্ষক নিয়োগের জন্য নতুন টেট পরীক্ষা হবে। এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার বিকেল ৪টে থেকে ৩ নভেম্বর পর্যন্ত টেট পরীক্ষার ফর্ম বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে।
গত ২৯ সেপ্টেম্বর পর্ষদ জানায়, আগামী ১১ ডিসেম্বর টেট পরীক্ষা হবে। ১১ হাজার কর্মী নিয়োগ করবে পর্ষদ। পরে সেই বিজ্ঞপ্তি আরও সংশোধন করা হয়। পর্ষদের বিজ্ঞপ্তিতে বলা হয়, বি-এড ও ডি-এল এডের পাশাপাশি, যারা প্রশিক্ষণ নিচ্ছেন, তাঁরাও আবেদন করতে পারবেন। এই নিয়েই হাই কোর্টে বৃহস্পতিবার ও শুক্রবার দুটি মামলা হয়। এসএসসি পরীক্ষায় বসতে বিএড লাগে। আর টেটের জন্য লাগে ডিএলএড। প্রতিযোগিতা বেড়ে যাবে বলে মামলা করেন প্রার্থীরা।
গত বুধবার পর্ষদের টেটের সংশোধিত বিজ্ঞপ্তিতে বলা হয়, এলিমেন্টারি এডুকেশনে দু বছরের ডিপ্লোমা পর্যায়ের শিক্ষার্থীরাও বসতে পারবেন। এমিনেন্টারি এডুকেশনের চার বছরের ব্যাচেলার্স ডিগ্রি পেলেও যোগ্যতা পাবেন।