শনিবার বেলা বাড়তেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসের সামনে থেকে টেট পরিক্ষার্থীদের হটিয়ে দিল পুলিশ। আন্দোলনকারীদের তুলে নিয়ে যাওয়া হল পুলিশের প্রিজন ভ্যানে। উল্লেখ্য, গতকাল রাত থেকে ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে বসে ছিলেন চাকরিপ্রার্থীরা। তাঁদের দাবি ছিল তৃণমূল সাংসদকে অন্তত মৌখিক আশ্বাস দিতে হবে তাঁদেরও। সারারাত সেখানেই জটলা ছিল। শনিবার সকাল থেকে জটলা বাড়তে থাকে।
শনিবার সকালে ক্যামাক স্ট্রিটে টেট আন্দোলনকারীদের ভিড় বাড়তে থাকায় আসে বিশাল পুলিশ বাহিনী। আন্দোলনকারীদের প্রথমে বোঝানো হয়। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। তখনই বিশাল পুলিশ বাহিনী এসে জমায়েত ছত্রভঙ্গ করে দেয়। প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয় চাকরিপ্রার্থীদের।
তবে বরাবরের মতোই এই ঘটনাতেও তৃণমূলের নিশানায় বিরোধীরা। কুণাল ঘোষ জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায় কী দোষ করেছেন? এ ব্যাপারে জটিলতা সবটা তাঁর জানা নেই। তিনি তাই শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুকে নিয়ে বসে মীমাংসার চেষ্টা করছিলেন। কিন্তু বিজেপি ও সিপিএম চক্রান্ত করে ক্যামাক স্ট্রিটে আরও লোক পাঠাতে শুরু করেছে। ওরা চায় না কেউ চাকরি পাক। ওদের একটাই লক্ষ্য, এলোমেলো করে দে মা, লুটেপুটে খাই।