এসএসসি পরীক্ষার (SSC Exam) আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের পর এবার টেটের আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের (TET Exam Protesters) সঙ্গে কথা বললেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। চাকরিপ্রার্থীরা বৈঠকের পর জানিয়েছেন,আলোচনা করে তাঁরা কিছুটা আশ্বস্ত হয়েছেন। কিন্তু বৈঠকের পর তাঁরা সাফ জানিয়ে দিয়েছেন, নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তাঁরা।
সম্প্রতি নিয়োগ সমস্যার সমাধান নিয়ে এসএসসি আন্দোলনকারীদের সঙ্গে দেখা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। টেটের চাকরিপ্রার্থীরাও চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে। ক্যামাক স্ট্রিট অফিসে বিক্ষোভও করেন তাঁরা। তাঁদের আশ্বাস দেওয়া হয়, শিক্ষামন্ত্রী তাঁদের সঙ্গে বৈঠকে বসবেন। বুধবার তাঁদের নিয়ে বৈঠক করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এদিন বৈঠকে উপস্থিত ছিলেন স্কুল শিক্ষা দফতরের আধিকারিকরাও।
আরও পড়ুন: ৬ মাসের মধ্যে সামনে আসবে নতুন তৃণমূল,দক্ষিণ কলকাতায় অভিষেকের ছবি দেওয়া পোস্টার ঘিরে জল্পনা
হাই কোর্টের নির্দেশে অপসারিত করা হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যকে। এরই মধ্যে আন্দোলনকারীদের চাকরি নিয়ে মঙ্গলবার একটি মামলার শুনানি হয়। মুর্শিদাবাদের মিরাজ শেখ নামে এক ব্যক্তি চার মাস কাজ করার পর চাকরি হারান। আদালতের নির্দেশে চাকরি ফেরত পান তিনি। তাঁকে পুনর্বহালের নির্দেশ দেন হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।