নির্বাচন কমিশন ঠিক করেছিল রাজ্যে ভোট পরবর্তী অশান্তি রুখতে আগামী ১৯ জুন পর্যন্ত থাকবে কেন্দ্রীয় বাহিনী। বুধবার কলকাতা হাই কোর্টের নির্দেশে সেই সময়সীমা আরও ৪৮ ঘণ্টা বাড়ল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারির দায়ের করা মামলার প্রেক্ষিতে ২১ জুন পর্যন্ত রাজ্যে কেন্দ্রীয় বাহিনীকে রেখে দেওয়ার নির্দেশ দিল আদালত।
গত সোমবার রাজ্যে ভোট পরবর্তী হিংসার অভিযোগ করে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর মামলা ওঠে প্রধান বিচারপতির বেঞ্চে। এদিন এই মামলার শুনানিতে ভোট পরবর্তী হিংসা ঠেকাতে রাজ্য পুলিশ কী কী পদক্ষেপ করছে তা ১৪ জুনের মধ্যে আদালতে জানাতে রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় বাহিনীর সময়সীমা বাড়ানো নিয়ে আদালতের নির্দেশের পর এক্স হ্যান্ডেলে তৃণমূল সরকারের সমালোচনা করেছেন শুভেন্দু। তাঁর অভিযোগ, আদালতের এই নির্দেশে ফের মুখ পুড়ল রাজ্য সরকারের। ভোট-পরবর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্যে ৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রেখে দেওয়ার সিদ্ধান্ত আগেই নিয়েছিল কমিশন। যার ফলে ভোটের ফলাফল প্রকাশের পরেও রাজ্যের বেশ কিছু স্কুলে থাকছেন জওয়ানেরা।