বিলাসবহুল বহুতল আবাসনের ফ্ল্যাটে সাজো সাজো ব্যাপার। চলছিল গৃহপ্রবেশের পুজো। বাড়ির সকলেই পুজো নিয়েই ব্যস্ত। বাড়িতে আমন্ত্রিত অন্যান্য বাচ্চাদের সঙ্গে খেলায় মত্ত ছিল ফ্ল্যাট মালিকের বছর আটকের মেয়ে অন্বেষা। খেলতেই খেলতেই সে পৌঁছে যায় ফায়ার এক্সিটের হাইড্রেনের কাছে।
এরপর ইডেন সিটি মহেশতলার বহুতলের ১০ তলা থেকে নিচে পড়ে যায় শিশুটি। তৎক্ষণাৎ তাকে নিয়ে যাওয়া হয় CMRI হাসপাতালে। ঘটনার জেরে অভিযোগ ওঠে, কর্তৃপক্ষের বিরুদ্ধে। নিরাপত্তা ব্যবস্থা না থাকার ফলেই এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ। এমনকি সেই কেতাদুরস্থ বহুতলে রেলিং না থাকার জেরেই এই দুর্ঘটনা। ‘
আরও পড়ুন: লুক অ্যালাইককে খুন করে মৃত্যুর অভিনয় তরুণীর, প্রেমিকের সঙ্গে নিখোঁজ অভিযুক্ত
তবে নিচে প্যাকিং বাক্সের উপরেই ১০ তলা থেকে পড়ে শিশুটি। তার উপর আছড়ে পড়ায় সেভাবে রক্তক্ষরণ হয়নি, কিন্তু তার নাক দিয়ে রক্ত বেরিয়ে এসেছিল বলেই দাবি স্থানীয়দের। হাসপাতাল সূত্রে খবর, শিশুটির মাল্টিপল ব্রেইন হ্যামারেজ হয়েছে।