যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেইন হস্টেলের তিন তলা থেকে পড়ে ছাত্র মৃত্যুর ঘটনায় ক্রমেই ঘনাচ্ছে রহস্য। এবার পুলিশের তদন্তে উঠে এল নতুন মোড়। প্রকাশ্যে এসেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের পড়ুয়া মৃত স্বপ্নদীপের ময়নাতদন্তের রিপোর্টও। জানা যায়, মৃত্যুর সময় হাত ধরে স্বপ্নদীপকে বাঁচানোর চেষ্টা করেছিলেন হস্টেলের এক পড়ুয়া, তবে তাঁর হাত ফস্কে যায়। রাজ্যপাল পদাধিকার বলে বিশ্ববিদ্যালয়ের আচার্য সিভি আনন্দ বোস গিয়েছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, তিনি হস্টেলেও গিয়েছেন।
এদিকে ছাত্রমৃত্যু ঘিরে উত্তাল যাদবপুর বিশ্ববিদ্যালয়। অরবিন্দ ভবনে একাধিক দাবি নিয়ে বিক্ষোভ দেখান বিশ্ববিদ্যালয়ের আর্টস ফ্যাকাল্টি স্টুডেন্টস ইউনিয়ন (AFSU)। বিশ্ববিদ্যালয় জুড়ে ক্লাস বয়কট করেছেন একাংশের পড়ুয়ারা। ক্যাম্পাস থেকে হস্টেলে ফিরে এমন কী ঘটল যে স্বপ্নদীপ মাকে ফোন করে ভয় পাওয়ার কথা বলেছিলেন , সেই প্রশ্নও মাথাচাড়া দিচ্ছে।