এবার সল্টলেক ও কল্যাণীতেও জমির ক্ষেত্রে নয়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। সেখানে এবার ৯৯ বছরের লিজের নিয়ম(99 Years Lease Rule) খারিজ করে দিতে উদ্যোগী হয়েছে নগরোন্নয়ন দফতর। বিধানসভার চলতি অধিবেশনেই এই বিষয়ে বিল আনতে চায় সরকার(West Bengal Govt.)। এতে সল্টলেক এবং কল্যাণীর বাসিন্দারা জমিতে তাঁদের সম্পূর্ণ মালিকানা পাবেন। ফলে এবার থেকে সেখানে বাড়ি কেনা বা বিক্রির ক্ষেত্রে তাঁদের আর নগরোন্নয়ন দফতরের অনুমতি লাগবে না। শুধু তাই নয়, নগরোন্নয়ন দফতরকে নির্দিষ্ট অঙ্কের এককালীন অর্থ দিলেই জমির মালিকানা পাবেন বাসিন্দারা।
বর্তমানে সল্টলেকে(Saltlake-Kalyani Lands) সব জমির নিয়ন্ত্রণ করে রাজ্য সরকার(West Bengal Govt.)। ফলে সেখানে বাড়ি কিনতে আগ্রহী ব্যক্তিদের নগরোন্নয়ন দফতরে কাঠাপ্রতি পাঁচ লক্ষ টাকা ফি দিতে হয়। তা সত্ত্বেও জমির উপরে সম্পূর্ণ মালিকানা থাকে নগরোন্নয়ন দফতরের। তাই সল্টলেকে কেউ নিজের বাড়ি বাণিজ্যিক স্বার্থে ব্যবহার করতে চাইলে অনুমতির জন্য বারবার ছোটাছুটি করতে হয় দফতরে(Land Reforms Department)। তাই সেই সমস্যা নিরশনে এবার উদ্যোগী হতে চায় রাজ্য প্রশাসন।এই ব্যবস্থায় এককালীন টাকা দিলেই বাড়ির মালিক সব সরকারি বিধিনিষেধ থেকে মুক্তি পাবেন। পাশাপাশি, রাজ্য কোষাগারেও আসবে মোটা টাকা।