কথা দিয়েছিল, কথা রাখল রাজ্য সরকার। রাজ্যে প্রাথমিকে চাকরিপ্রার্থীদের পথ আরও মসৃণ হল বুধবার। প্রায় ১২ হাজার শূন্য পদের জন্য প্রকাশ করা হল ৯৫৩৩ জনের মেধা তালিকা। এদিন সাংবাদিক বৈঠক করে এই প্যানেল প্রকাশ করলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল।
২০২২ সালে নেওয়া হয়েছিল প্রাথমিকে টেট। কিন্তু নিয়োগে তৈরি হয় আইনি জট। সুপ্রিম কোর্ট এই ব্যাপারে স্থগিতাদেশ তুলে নিতেই মেধাতালিকা প্রকাশ করা হল। পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়েছেন, আগামী সাতদিনের মধ্যেই নিয়োগের চিঠি পাঠিয়ে দেওয়া হবে।
মেধা তালিকায় রয়েছেন ২০১৪ এবং ২০১৭ সালের টেট উত্তীর্ণরাও। স্বচ্ছতার কথা মাথা রেখে এই প্রথম নম্বরের ব্রেক আপ রাখা হয়েছে। পর্ষদ সভাপতির দাবি, যা ইতিহাস।