সামনে এসেছে রাজভবনের সিসি ক্যামেরার ফুটেজ। এবার সেই ফুটেজ নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করলেন অভিযোগকারিণী। তাঁর অভিযোগ, অনুমতি না নিয়েই ওই ফুটেজে তাঁর মুখ দেখানো হয়েছে। যা দেখে রীতিমতো তিনি হতাশ। পাল্টা অভিযোগ করে ফের রাজ্যপাল সিভি আনন্দ বোসকেই বিঁধেছেন তিনি।
গত দোসরা মে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন ওই মহিলা। রাজভবনের অস্থায়ী কর্মচারী ওই মহিলার অভিযোগ ছিল, গত ২৪ এপ্রিল এবং দোসরা মে তাঁকে শ্লীলতাহানি করেন রাজ্যপাল। মূলত, চাকরির লোভ দেখিয়ে তাঁকে অসম্মান করা হয়।
এই অভিযোগ উত্তাল হয় রাজ্য-রাজনীতি। কারণ, তার পরের দিনেই রাজ্য ছিল প্রধানমন্ত্রীর ভোট প্রচার। এবং ওই রাতে রাজভবনে এসেই রাত্রিবাস করেছিলেন নরেন্দ্র মোদী। তৃণমূল অভিযোগ করে, সন্দেশখালি নিয়ে বারবার সরব হলেও, রাজ্যপালের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে পারেননি প্রধানমন্ত্রী। এমনকী এই ঘটনা নিয়ে একটি বাক্য খরচ করেননি।
কলকাতা ফিরে এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা চ্যালেঞ্জ করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। দাবি করেন ঘটনা দিনের সিসি ফুটেজ দেখিয়ে তিনি সত্যি সামনে আনবেন। সেই মতো বৃহস্পতিবার রাজভবন থেকে প্রকাশ করা হয় ১ ঘণ্টা ৯ মিনিটের এই ফুটেজ। যদিও তৃণমূল বা কলকাতা পুলিশকে এই ফুটেজ দেখানো হয়নি।