এবার তালিবান নেতা ওসামা বিন লাদেনের সঙ্গে তৃণমূল নেতা শাহজাহান শেখের তুলনা করল ইডি। বুধবার কলকাতা হাই কোর্টে ইডির অভিযোগ, ওসামা-বিন লাদেনের মতো ভয়েস মেসেজ করছেন শাহজাহান। তার পরেও পুলিশ খুঁজে পাচ্ছে না?
ইডির আইনজীবীর এই অভিযোগের প্রেক্ষিতে আদালত জানতে চেয়েছে, একটা ক্ষমতাশালী কেন্দ্রীয় সংস্থা হয়ে কেন তারা ধরতে পারছে না ? প্রশ্ন করা হয়েছে, কী করছে কেন্দ্রীয় বাহিনী ?
এদিনের এই মামলায় রাজ্য জানিয়েছে, আদালতের নির্দেশ মেনে শাহজাহানের বাড়ির সামনে বসানো হয়েছে সিসি ক্যামেরা। তৃণমূল নেতাকে ধরতে খোঁজ চলছে। উল্লেখ গত পাঁচ জানুয়ারির ঘটনার পর থেকে নিখোঁজ সন্দেশখালির এই তৃণমূল নেতা।