রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সামনে তুমুল উত্তেজনা। তৃণমূল এবং কংগ্রেস দুই দলের দ্বন্দের জেরেই এই ঘটনা। জানা গিয়েছে, ২০০০ টাকার নোট বদলের লাইনে টাকা নেওয়ার অভিযোগে এই অশান্তির সৃষ্টি হয়। আহত বেশ কয়েকজন। এলাকায় বিশাল পুলিশবাহিনী।
তৃণমূলের অভিযোগ, ২০০০ টাকার নোট বদলের লাইনে যারা ছিলেন তাঁদের থেকে মাথা পিছু ২০০ টাকা করে নিতেন কংগ্রেস কাউন্সিলর সন্তোষ পাঠক।
আরও পড়ুন - গানে-কবিতা-আড্ডায় জমজমাট দিদি নম্বর ওয়ানের শুটিং
অন্যদিকে, কংগ্রেসের অভিযোগ তৃণমূলের তরফ থেকে টাকা তোলা হত। স্থানীয় তৃণমূল নেতা চড়াও হতেন। এই নিয়েই দুপক্ষের বসচা। যা শেষ পর্যন্ত হাতাহাতিতে পৌঁছোয়।