একবার নয়, এর আগে একাধিকবার মুখ খুলে দলের বিড়ম্বণার কারণ হয়েছিলেন দমদমের তৃণমূল সাংসদ ও বর্ষীয়ান নেতা সৌগত রায়। কিন্তু শুক্রবার দুর্নীতি ইস্য়ুতে মুখ খুলে তিনি নাকি খোদ তৃণমূল নেত্রীর বিরাগভাজন হয়েছেন সৌগত রায়। এমনটাই দাবি তৃণমূলের একাংশের। কিন্তু দুর্নীতির প্রশ্নে ঠিক কী বলেছেন সৌগত ? এক অনুষ্ঠানে তিনি অভিযোগ করেছেন, এমন দুর্নীতি দেশে হয়নি। লালু-সুখরামের থেকেও খারাপ পার্থ-কাণ্ড।
সৌগতের এই অভিযোগের পর, তৃণমূলের একাংশ থেকে দাবি করা হয়েছে, দমদমের সাংসদের ব্যাপারে যা বলার দলনেত্রী বলবেন। কারণ, তৃণমূলের সংসদীয় কমিঠির মাথার উপরে আসেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। তবে তৃণমূলের ওই শিবির থেকে দাবি করা হয়েছে, দুর্নীতির প্রশ্নে শুক্রবার সৌগতর অভিযোগ নিঃসন্দেহে দলের অস্বস্তি বাড়াল।
গত জুলাই মাসে স্কুল সার্ভিসে নিয়োগ দুর্নীতির ঘটনায় রাজ্যের প্রাক্তনমন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায় এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্য়ায় গ্রেফতার হন। সেই ঘটনার তদন্তেই অর্পিতার আবাসন থেকে কোটি কোটি টাকা উদ্ধার করা হয়। সেইঘটনার প্রেক্ষিতেই এদিনের সৌগত মন্তব্য়।