আইপ্যাককে ফের আক্রমণ তৃণমূলের শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee)। পুরভোটের প্রচারে বেরিয়ে আইপ্যাক নিয়ে তিনি বলেন, "বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটার্স ঠিক করার সময় আমাদের সঙ্গে আলোচনা করা হয়নি। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), সুব্রত বক্সী (Subrata Bakshi), পার্থ চট্টোপাধ্যায়রা (Partha Chatterjee) দেখলে এমনটা হত না।" নির্দল প্রার্থী নিয়েও বিস্ফোরক মন্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। জানালেন, আইপ্যাক এক এক জায়গায় ১০জনকে প্রার্থী করবে বলে কথা দিয়েছে। এবার টিকিট না পেয়ে তারাই বিরোধিতা করছেন।
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের বিরোধিতা করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ। তিনি বলেন, "আশা করব দলের শৃঙ্খলারক্ষা কমিটির চেয়ারম্যান এসব দেখছেন। উপযুক্ত ব্যবস্থা না নিলে দলের রণকৌশল নিয়ে অনেকেই মুখ খুলবেন।"
আরও পড়ুন: পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় নিমতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন সাধন পান্ডের
কয়েকদিন আগেই কোভিডের সময় নির্বাচন বন্ধ করা নিয়ে মন্তব্য করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে পালটা মন্তব্য করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এরপরই কুনাল ঘোষ ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতবিরোধে অস্বস্তিতে পড়ে তৃণমূল শিবির। সম্প্রতি পুরভোটে নির্দল প্রার্থীদের বহিষ্কার করা নিয়েও বেশ চাপে তৃণমূল নেতৃত্ব।