কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের(Kalyan Banerjee) পর মদন মিত্রকে(Madan Mitra) নিয়েও এবার কড়া সিদ্ধান্ত নিল তৃণমূল(TMC) নেতৃত্ব। তৃণমূলের(TMC) মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়(Partha Chatterjee) সাংবাদিক বৈঠক থেকে জানিয়ে দেন, ক্ষোভ বা কিছু বলার থাকলে তা বলতে হবে দলের ভেতরেই। প্রকাশ্যে কোনওভাবেই মুখ খুলতে পারবেন না দলের কোনও সদস্য।
শনিবার ফেসবুক লাইভে মদন মিত্র(Madan Mitra) জানান, ক্ষোভ-বিক্ষোভের কথা দলের অন্দরে বলার নির্দেশ থাকলেও, তা কাকে জানাবেন? তিনি আরও যোগ করেন, তৃণমূল(TMC) দফতরে সুব্রত বক্সী(Subrata Bakshi) ছাড়া আর কাউকেই দেখা যায় না।
উল্লেখ্য, কিছুদিন আগেই অভিষেক(Abhishek Banerjee) বিতর্কে সরাসরি নাম করেই মদন মিত্র(Madan Mitra) বেশকিছু তৃণমূল(TMC) নেতার বিরুদ্ধে ক্ষোভের কথা জানান। কুনাল ঘোষ(Kunal Ghosh), সায়নী ঘোষ(Sayani Ghosh), ঋতব্রত বন্দ্যোপাধ্যায়(Ritabrata Banerjee), ডেরেক ও'ব্রায়েন(Derek O’Brien), 'মদন বাণ'-এর হাত থেকে রেহাই পাননি কেউই। এমনকি, পূর্ণেন্দু বসু, সিদ্দিকুল্লা চৌধুরী, সাংসদ দোলা সেনকেও(MP Dola Sen) তিনি নিশানা করেন। যদি এর বিপরীতে তাঁকে কোনও আক্রমণের মুখে পড়তে হয়নি।
আরও পড়ুন- Tathagata Roy: 'বাংলার ট্যাবলোর অনুমতি দিন', মুখ্যমন্ত্রীর সুরে গলা মেলালেন বিজেপি নেতা তথাগত রায়
তৃণমূলের(TMC) শৃঙ্খলারক্ষা কমিটির এই সতর্কবার্তার পর কী করেন মদন মিত্র, সে দিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।