২০২১ বিধানসভা ভোটে জিতে তৃতীয়বার ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস। এরপর কলকাতা পুরসভা ও উপনির্বাচন, পরপর সাফল্য পেয়েছে দল। তারপর প্রথম ২১ জুলাইয়ের সমাবেশ। বুধবার সকাল থেকেই ভিড় জমতে শুরু করেছেন শিয়ালদহ স্টেশনে। বিভিন্ন জেলা থেকে এসে জড়ো হচ্ছেন কর্মী-সমর্থকরা। কারও বুকে ২১ জুলাইয়ের ব্যাজ। কারও মাথায় শহিদ দিবসের টুপি। আবার কারও হাতে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যানার। এখান থেকে ক্যাম্প অফিসগুলিতে যাবেন কর্মীরা। আছে বিশেষ বাসের ব্যবস্থাও।
কোভিডের কারণে ২ বছর ভার্চুয়ালি তৃণমূল কংগ্রেসের শহিদ দিবসের সমাবেশ। মঙ্গলবারও শহরেও হাজির হয়েছেন হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থকরা। সল্টলেক মেলা প্রাঙ্গণ থেকে গীতাঞ্জলি স্টেডিয়াম, ক্যাম্প অফিসেও ভিড় জমাতে শুরু করেন কর্মী সমর্থকরা। বুধবার সেই একই ছবি ধরা পড়ল শিয়ালদহ স্টেশনে। উত্তরবঙ্গের একাধিক ট্রেনে বুধবারও শহরে এসেছেন তৃণমূল কর্মী সমর্থকরা।
আরও পড়ুন: বর্ধমানের পর এবার হাওড়া, মদে বিষক্রিয়ার অভিযোগ, মৃত ৭, অসুস্থ বহু
আগামী বছর পঞ্চায়েত নির্বাচন। তাই এবার ২১ জুলাই শহিদ দিবস তৃণমূলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃণমূল সূত্রে খবর, ২০ হাজার তৃণমূল সমর্থকদের থাকার ব্যবস্থা করা হয়েছে। পুরুষ ও মহিলাদের পৃথক থাকার ব্যবস্থা করা হয়েছে।