যেসব নির্দল প্রার্থীরা(Independent) জিতেছেন, তাদের এখন দলে চান না বলে স্পষ্ট বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বৃহস্পতিবার মহারাষ্ট্র নিবাস দলীয় বৈঠকে পরাজিত দলীয় প্রার্থীদের পাশে থাকার আশ্বাস দিলেন তৃণমূল নেত্রী(TMC Chief)।
গণনা কেন্দ্রে জয়ের শংসাপত্র হাতে নিয়েই তৃণমূলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন ৩ নির্দল কাউন্সিলর। কিন্তু তৃণমূলের(TMC) প্রতীকে লড়াই করা প্রার্থীদের বিরুদ্ধে প্রাক্তন তৃণমূল(TMC) কর্মীদের নির্দল হিসাবে এই লড়াইকে দল ভালোভাবে নেয়নি। এক্ষেত্রে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ওঠে ওই ৩ নির্দল কাউন্সিলরের(Independent Councilors) বিরুদ্ধে।
দলের নির্দেশের তোয়াক্কা না করে নির্দল প্রার্থী(Independent Candidate) হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন আয়েশা কনিজ, রুবিনা নাজ, পূর্বাশা নস্কর, সচিদানন্দ বন্দোপাধ্যায় এবং প্রয়াত পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের বোন তনিমা চট্টোপাধ্যায়। তবে লড়াইয়ে সচ্চিদানন্দ এবং তনিমা পরাজিত হলেও জয় পান এই তিন মহিলা নির্দল প্রার্থী।