তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে সোমবার প্রকাশ্য সমাবেশ দলের। গান্ধীমূর্তির পাদদেশে মঞ্চ থেকে বার্তা দেবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে টুইটে তাঁর বার্তা, "তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে ছাত্রদের সাফল্যের জন্য অসংখ্য শুভেচ্ছা। তাদের অক্লান্ত পরিশ্রম ও তৃণমূল কংগ্রেস পরিবারে যোগদান অমূল্য। তোমরা সব সময় আমাদের গর্ব। মানুষের জন্য লড়াই করো। দেশের জন্য লড়াই করো। হাল ছেড়ো না।" এবার ঐতিহাসিক সমাবেশ করতে চাইছে তৃণমূল ছাত্র পরিষদ। ২৪ বছরে পা দিয়েছে তৃণমূল ছাত্র সংগঠন। লক্ষ্য ২০২৪ নির্বাচনে দলের শক্তি হিসেবে কাজ করা।
এবার ২১ জুলাইয়ের সমাবেশের পর থেকে একের পর এক কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের। শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হয়েছেন। গরুপাচার মামলায় গ্রেফতার করা হয়েছে অনুব্রত মণ্ডলকে। যার ফলে মুখ পুড়েছে দলের। এই পরিস্থিতিতে লোকসভা নির্বাচনের আগে দলের ভাবমূর্তি যাতে খারাপ না হয়, তা নিয়ে সচেষ্ট তৃণমূলের তরুণ ব্রিগেড। তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য জানান, এবারের ছাত্র সমাবেশকে ঐতিহাসিক রূপ দেওয়ার জন্য মুখিয়ে আছে যুব সমাজ।
টুইট করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেন, "প্রতিষ্ঠা দিবসে তৃণমূল ছাত্র পরিষদের সকল সদস্যকে আমার শুভেচ্ছা। তোমাদের দীর্ঘ ও অবিরত সংগ্রাম গণতন্ত্রের আসল পরিচয়। ভবিষ্যৎ তোমাদেরই। এভাবেই থেকো।" সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে টুইট করা হয়।