বারাণসী থেকে ডায়মন্ড হারবার। নরেন্দ্র মোদী থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ, শনিবার লোকসভা ভোটের শেষ দফায় সবার নজর এই দুয়ের উপরেই। বাংলার তিন জেলার নয় লোকসভার সঙ্গে এদিন ভোট ভারতের মোট ৫৭টি কেন্দ্রে। এদিন বাংলায় ভোট পাহাড়ার জন্য রাখা হয়েছে মোট ৯৬৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে।
ডায়মন্ড হারবারের পাশাপাশি এদিন ভোট দক্ষিণ ২৪ পরগনার যাদবপুর, মথুরাপুর এবং জয়নগরে। ভোট উত্তর ২৪ পরগনার দুই কেন্দ্র বারাসত, দমদম এবং বসিরহাটে। এই দুই জেলার সঙ্গে ভোট কলকাতার দুই কেন্দ্রে। পাঁচ বছর আগের ফলের নিরিখে এই নয় কেন্দ্রেই জিতেছিল তৃণমূল কংগ্রেস। এরমধ্যে রেকর্ড মার্জিনে জয় ছিল বসিরহাট এবং যাদবপুরে। এই দুই কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন নুসরত জাহান এবং মিমি চক্রবর্তী।
দেশের চালচিত্রে নজর বারাণসীতে। এই কেন্দ্রে হ্যাটট্রিকের অপেক্ষায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হিমালচল প্রদেশের হামিরপুর ভাগ্য পরীক্ষা বিদায়ী কেন্দ্রীয়মন্ত্রী অনুরাগ ঠাকুর। মান্ডিতে বিজেপির টিকিটে লড়ছেন কঙ্গনা রানাউত। গোরক্ষপুরে বিজেপির প্রার্থী ভোজপুরী মহাতারকা রবি কিষান। বিহারের পাটলিপুত্রতে আরজেডির মুখ মিসা ভারতী।