হাওড়া ও বালি বিল (Howrah and Bali Bill) নিয়ে জটিলতা অব্যহত। এরই মধ্যে বকেয়া পুরভোটের (Municipal Election) দিনক্ষণ নিয়ে সোমবার সাংবাদিক বৈঠক করবে নির্বাচন কমিশন (Election Commission)। হাওড়া ও বালি পুরসভার ভোট নিয়ে কোনও ঘোষণা করা হবে কিনা, তার দিকে নজর থাকবে।
কলকাতা ছাড়া রাজ্যের বাকি পুরসভাগুলোতে কবে ভোট আয়োজন করা হবে, জানতে চেয়েছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। নির্বাচন কমিশন জানিয়েছে, ২২ জানুয়ারি ও ২৭ ফেব্রুয়ারি, দুই দফায় করা যেতে পারে। কিন্তু সরকারি বিজ্ঞপ্তি এখনও ঘোষণা হয়নি। সোমবার বেলা চারটে নাগাদ পৌরসভা নির্বাচনের বিজ্ঞপ্তি ঘোষণা করবে নির্বাচন কমিশন।
আরও পড়ুন: আসানসোলে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন 'রাহুল গান্ধীর ঘনিষ্ঠ' নেত্রী
আদালতে দেওয়া তথ্য অনুসারে, প্রথমে পাঁচটি পুরনিগম ও পরে ১০৯টি পুরসভার ভোট হওয়ার কথা। প্রথম দফায় হাওড়া ও দ্বিতীয় দফায় ভোট হওয়ার কথা বালিতে। এখনও হাওড়া বিলের সই করেননি বলেই দাবি রাজ্যপালের। যার ফলে তৈরি হয়নি আলাদা পুরসভা। সোমবার বকেয়া পৌরসভার নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করলেও হাওড়া ও বালিকে বাদ রেখেই করতে বলে মনে করা হচ্ছে।