বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে ভারত-শ্রীলঙ্কা ওয়ান ডে সিরিজের (India VS Sri Lanka One Day Series) দ্বিতীয় ম্যাচ। তার জেরে সকাল থেকেই বন্ধ ইডেন গার্ডেন্স (Eden Gardens) ও ময়দান (Maidan) সংলগ্ন সমস্ত রাস্তা। ক্রিকেটারদের নিরাপত্তার খাতিরেই বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টা থেকে রাত সাড়ে ১১টা অবধি ইডেন গার্ডেন্স ও ময়দান সংলগ্ন রাস্তাগুলিতে যান চলাচল বন্ধ (Traffic Movement Restricted) থাকবে বলে জানানো হয়েছে।
কলকাতা ট্রাফিক পুলিশের নির্দেশিকায় বলা হয়েছে, ভারত-শ্রীলঙ্কা ম্যাচের কারণে সকাল সাড়ে ১০টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত ইডেন সংলগ্ন রাস্তা পণ্যবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা(Traffic Movement Restricted) রয়েছে। এই বন্ধ হওয়া রাস্তার তালিকায় রয়েছে এজেসি বোস রোডের একটি বড় অংশ। এর মধ্যে ডিএল খান রোড, ক্যাথিড্রাল রোড, হসপিটাল রোড, কুইনওয়ে, লাভার্স লেনে গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা(Traffic Movement Restricted) রয়েছে।
অন্য়দিকে, ক্ষুদিরাম বসু রোড থেকে নর্থ ব্রুক অ্যাভিনিউ ও গোষ্ঠ পাল সরণীতেও এদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত সাড়ে ১১টা অবধি সমস্ত যান চলাচল বন্ধ(Traffic Movement Restricted) রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে হাইকোর্টগামী গাড়িগুলিকে এসপ্ল্যানেড রো দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে হতে পারে বলেই খবর।
এছাড়া গাড়ি পার্কিংয়ের ক্ষেত্রেও(Traffic Movement Restricted) বৃহস্পতিবার যথেষ্ট কড়া কলকাতা ট্রাফিক পুলিশ। গোষ্ঠ পাল সরণী, ক্ষুদিরাম বসু রোড, রানি রাসমণি অ্যাভিনিউ, ওল্ড কোর্ট হাউস স্ট্রিট, রেড রোড, মেয়ো রোড ও ডাফরিন রোডে গাড়ি পার্কিংয়ের ওপর নিষেধাজ্ঞা(Traffic Movement Restricted) জারি করা হয়েছে।