শনিবার রাত থেকে রবিবার। ট্রেন চলাচল বন্ধ থাকতে চলেছে শিয়ালদহ-নৈহাটি শাখায়। রেল সূত্রে খবর, নৈহাটি স্টেশনের রেলসেতুর সংস্কারের কাজের জেরে পরিষেবা বন্ধ রাখা হবে। পূর্ব রেল সূত্রে খবর, শনিবার রাত ১০টা খেকে রবিবার সকাল ৯টা পর্যন্ত এই শাখায় ট্রেন বন্ধ থাকবে। ফলে রাত ১০টার পর বাতিল করা হয়েছে, শিয়ালদহ-নৈহাটি, শিয়ালদহ-রানাঘাট এবং শিয়ালদহ-শান্তিপুর সেকশনে এক জোড়া করে ট্রেন।
রেল সূত্রে খবর, রবিবার ট্রেন বাতিলের সংখ্যা বেশি। শিয়ালদহ- নৈহাটির মধ্যে পাঁচ জোড়া। শিয়ালদহ-রানাঘাটের মধ্যে তিন জোড়া। চার জোড়া ট্রেন বাতিল শিয়ালদহ এবং কল্যাণী সীমান্ত স্টেশনের মধ্যে। দুই জোড়া লোকাল ট্রেন বাতিল থাকবে শিয়ালদহ এবং ব্যারাকপুরের মধ্যে।
এ ছাড়াও ওই দিন অন্তত তি জোড়া লোকাল ট্রেনের রুট ব্যারাকপুর পর্যন্ত ছোট করা হয়েছে। এরআগে নৈহাটিতে ইন্টারলকিংয়ের কাজের জেরেও ট্রেন বাতিল করা হয়েছিল।