ইতিহাস হতে হয়তো আর কয়েকদিনের অপেক্ষা। সবকিছু ঠিক থাকলে এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহেই হয়তো গঙ্গার নিচ দিয়ে ছুটবে কলকাতা মেট্রো। এমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। জানা গিয়েছে, আপাতত দুটি রেক দিয়ে ট্রায়াল রান হবে। আপাতত হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত এই ট্রায়াল রান হবে বলে মেট্রো রেল সূত্রে ইঙ্গিত। প্রথমে ঠিক ছিল এই ট্রায়াল রান হবে বউবাজার পর্যন্ত।
হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত গঙ্গার গভীরতা ১৩ মিটার। আরও ১৩ মিটার গভীরে রয়েছে মেট্রোর টানেল। আজ থেকে পাঁচ বছর আগে শুরু হয়েছিল এই টানের তৈরির কাজ। মোট ৬৬ দিনে এই নির্মাণ কাজ শেষ হয়েছিল। এই পথে টানের দৈর্ঘ্য প্রায় সাড়ে পাঁচশো মিটার।
তবে বউবাজারে টানেলের কাজ দ্রুত শেষ হওয়ার ব্যাপারে আশাবাদী মেট্রো রেল। এই ট্রায়ল রান শুরু হলে গঙ্গার নিচ দিয়ে দেশে প্রথম মেট্রো চলবে কলকাতা-হাওড়ায়। যা ইতিহাস।