লোকসভা নির্বাচনের আগে বেপরোয়া কুণাল ঘোষকে বাগে আনতে শাস্তির পথে হাঁটতে চলেছে তৃণমূল কংগ্রেস। এমনটাই ইঙ্গিত মিলেছে বাংলার শাসক দলের অন্দর থেকে। তৃণমূল সূত্রে জানানো হয়েছে, রবিবার শো-কজ করা হতে পারে রাজ্য সম্পাদককে। শুক্রবার তৃণমূলের দুটি পদ থেকে ইস্তফা দিয়েছিলেন কুণাল ঘোষ। শনিবার মুখপাত্র পদে তাঁর ইস্তাফা গৃহিত হয়েছে। রাজ্য সম্পাদক পদে তিনি আর থাকতে চান না বলেও জানিয়েছেন কুণাল ঘোষ।
শুক্রবারের পর শনিবারও তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন কুণাল ঘোষ। সারাদিনে কলকাতা উত্তরের সাংসদের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন তিনি। এমনকী, কলকাতা উত্তর থেকে মহিলা মুখ হিসাবে শশী পাঁজাকে প্রার্থী করার ব্যাপারেও সওয়াল করেছেন তিনি।
দিনভর এই ঘটনা প্রবাহে চোখ রাখার পর কুণালের প্রতি কার্যত বিরক্ত প্রকাশ করেছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। আর সেই কারণে মুখপাত্র পদে তাঁর ইস্তফা মঞ্জুর করা হয়েছে। কিন্তু তাতে কুণালকে দমানো যাচ্ছে না। তাই এবার শো-কজের পথে হাঁটতে চলেছে বাংলার শাসক দল। এর আগে মুখপাত্র পদে কুণাল ঘোষকে সেন্সর করা হয়েছিল।