রাজপথ জুড়ে মমতা। রবিবার ব্রিগেড সমাবেশের দিন এই অভিনব মিছিল দেখল সল্টলেক। এদিন সকালে বিধাননগরের তৃণমূল কর্মী, সমর্থকরা ব্রিগেডের পথে হাঁটলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোশ পড়ে। বিধাননগর থেকে এই মিছিল শুরু হয়ে এগিয়ে যায় ব্রিগেডের দিকে।
কলকাতার বিভিন্ন দিক থেকে এদিন মোট ২৯টি মিছিল করেছে তৃণমূল কংগ্রেস। তার মধ্যে একটি হল সল্টলেকের এই মিছিল। এর পাশাপাশি, সকাল থেকেই জেলার মানুষ এসে হাজির হয়েছেন ব্রিগেডের ময়দানে। ধীরে ধীরে ভরতে শুরু করেছে ময়দান।
সম্প্রতি এই মাঠেই জনসভা করেছিল বামেদের যুব সংগঠন। লক্ষাধিক মানুষ ভিড় করেছিলেন মীনাক্ষি মুখোপাধ্যায়ের ভাষণ শোনার জন্য। আজ কত হবে ব্রিগেডের ভিড় ? অপেক্ষায় রইল রাজনৈতিক মহল।