আজ, শুক্রবার কালীঘাটে ফের জরুরি সভা। আগের সপ্তাহে তৃণমূল নেত্রী ভার্চুয়াল বৈঠক করেছিলেন মুর্শিদাবাদ জেলার সঙ্গে। পঞ্চায়েতের প্রস্তুতি এদিন তিনি বৈঠক করবেন বীরভূম জেলার সঙ্গে। পঞ্চায়েতের আগে এই বৈঠক বেশ গুরুত্বপূর্ণ বলেই দাবি রাজনৈতিক মহলের। কারণ অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে এই জেলার দায়িত্বে এখন তৃণমূল নেত্রী নিজেই। তাই, বীরভূম নেতার জেলাদের তিনি কী বার্তাদের সেইদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। তবে শোনা যাচ্ছে আগামী সপ্তাহে হুগলির সিঙ্গুর থেকেই পঞ্চায়েত প্রচার কার্যত শুরু করতে পারেন মমতা।
রাজনৈতিক মহলের মতে, সিঙ্গুর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের রাজনৈতিক জীবনের টার্নিং পয়েন্ট। কারণ, এই সিঙ্গুরের জমি আন্দোলন তৃণমূলের বাংলার মসনদে বসার জমিকে শক্ত করেছিল। সেই সিঙ্গুর থেকেই আগামী সপ্তাহে পথশ্রী প্রকল্পের উদ্বোধন করতে চলেছেন মুখ্য়মন্ত্রী। মনে করা হচ্ছে ২৮ তারিখ হুগলির এই এলাকায় যাবেন তিনি। কার্যত সেখান থেকেই শুরু করবেন পঞ্চায়েত নির্বাচনের প্রচার।
এই পরিস্থিতিতে আজ, শুক্রবার কালীঘাটে তৃণমূল নেত্রীর সঙ্গে দেখা করতে পারেন জেডিএস নেতা এইচ ডি কুমারাস্বামী। কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে বিজেপি বিরোধী জোট নিয়ে কথা বলতে পারেন মমতা।