বৃষ্টি ছাড়ার নাম করছে না। নিম্নচাপ রয়েছে ঝাড়খন্ড আর পশ্চিমবঙ্গে। উত্তর বঙ্গপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত। তার জেরে দুই বাংলারই মুখ ভার। ভাসছে ত্রিপুরা, বাংলাদেশের অবস্থাও তথৈবচ সঙ্গে দক্ষিণবঙ্গেও দুর্যোগের সিঁদুরে মেঘ দেখছেন আবহবিদরা। শুক্রবারই বঙ্গোপসাগরে জন্ম হয়েছে একটি ঘূর্ণাবর্তের। এর জেরে আগামী সোমবার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টিতে ভাসবে বাংলা সহ দক্ষিণবঙ্গ।
পূর্বাভাস, কোথাও কোথাও ২০০ মিলিমিটার পর্যন্তও বৃষ্টিপাত হতে পারে। এই বৃষ্টির পূর্বাভাস বাংলা সংলগ্ন রাজ্য ঝাড়খণ্ডেও। দামোদর উপত্যকায় ভারী বৃষ্টি হলে বাংলা তো ভাসবেই। আর এর জন্যই শনি-রবি কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পূর্বাভাস হাওয়া অফিসের।
গত কয়েকদিন ধরেই প্রতিবাদমুখর তিলোত্তমা ভিজছে লাগাতার বৃষ্টিতে। তাপমাত্রা একধাক্কায় কমেছে অনেকটাই, আবহাওয়া মোটের উপর মনোরম। তবে আপেক্ষিক আর্দ্রতাজনিত কারণে অস্বস্তি বজায় ছিল। শুক্রবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৭ শতাংশ।