শক্তি হারিয়েছে অশনি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর,পাঁচ জেলায় ভারী বৃষ্টি হতে পারে। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও নদিয়াতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে মৎস্যজীবীদের ১৩ মে পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে য়াওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এই মুহূর্তে ঘূর্ণিঝড় অসনি শক্তি হারিয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর উপরে অন্ধ্রপ্রদেশ থেকে 40 কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। এর অভিমুখ উত্তর থেকে উত্তরপূর্ব দিকে। বুধবার সন্ধ্যেবেলা পশ্চিম মধ্য বঙ্গোপসাগর উপর আরও দুর্বল হয়ে বৃহস্পতিবার সকালে গভীর নিম্নচাপে রূপান্তরিত হবে।
অশনির প্রভাবে রাজ্যে এখনও পর্যন্ত সরাসরি কোনও প্রভাব নেই। তবে বুধ ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। বেশি বৃষ্টি হবে উত্তরবঙ্গের রাজ্যগুলিতে। দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিক থেকে জলীয় বাষ্প-সহ প্রচুর বাতাস রাজ্যে প্রবেশ করছে। এর ফলে উত্তরবঙ্গের সব জেলাতে টানা ৪ দিন বৃষ্টি হবে।