শহরের দুটি পৃথক লাইন (Kolkata Metro Route) প্রথমবার একই স্টেশনের মাধ্যমে জুড়ে যাবে। উত্তর-দক্ষিণ ব্লু লাইন মেট্রো ও নিউ গড়িয়া-রুবি অরেঞ্জ লাইন মেট্রো জুড়ে যাবে কবি সুভাষ স্টেশনে (Kabi Subhash Station)। ব্লু-লাইন থেকে অরেঞ্জ লাইনে যাতাযাত করা সহজ হবে। অর্থাৎ, একটি টোকেন কেটেই রুবি-দক্ষিণেশ্বর যাতায়াত করতে পারবেন যাত্রীরা।
মেট্রো সূত্রে খবর, কবি সুভাষ স্টেশনে সাবওয়ে তৈরি হয়ে গিয়েছে। কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, স্মার্ট গেটের সফটওয়্যারে প্রয়োজনীয় পরিবর্তন করে ইতিমধ্যেই সেই কাজ শুরু হয়ে গিয়েছে। শহরতলির ট্রেনে এতদিন এই সুবিধা ছিল। কিন্তু কলকাতা মেট্রোতে এই ব্যবস্থা প্রথম। দুটি মেট্রো রুটের বিভিন্ন স্টেশনের ভাড়ার তালিকা চূড়ান্ত করতে রেল বোর্ডে প্রস্তাব পাঠানো হয়েছে। এই প্রক্রিয়া শেষ হলেই শুরু হয়ে যাবে পরিষেবা।
আরও পড়ুন: কাজ হবে উড়ালপুলে, রবিবার হাওড়া থেকে বর্ধমান পর্যন্ত বাতিল সব লোকাল
ইতিমধ্যেই নিউ গড়িয়া ও রুবির মধ্যে বিভিন্ন স্টেশনে কর্মী ও আধিকারিকদের বদলির প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। মাসখানেকের মধ্যেই পরিষেবা শুরু হয়ে যাবে।