প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কলকাতার রেড রোডে কুচকাওয়াজের আয়োজন করা হবে। ফলে শহরের একাধিক রাস্তা বন্ধ থাকবে। কলকাতা পুলিশের তরফে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে কোন রুটে কতক্ষণ যান চলাচল বন্ধ থাকবে।
১. বুধবার রাত ১০টা থেকে বৃহস্পতিবার কুচকাওয়াজ শেষ না হওয়া পর্যন্ত পুরোপুরি বন্ধ থাকবে রেড রোড। প্রয়োজনে তার পরেও বন্ধ রাখা হতে পারে।
২. বৃহস্পতিবার ভোর ৫টা থেকে উত্তরমুখী হসপিটাল রোড, উত্তরমুখী খিদিরপুর রোড, ডাফরিন রোড, কুইনস ওয়ে, লাভার্স লেন, কাসুরিনা অ্যাভিনিউ, এসপ্লানেড রাম্প, গোষ্ঠপাল সরণি, পশ্চিম ও পূর্বমুখী, মেয়ো রোড, পশ্চিমমুখী আর আর অ্যাভিনিউ।
আরও পড়ুন- দীর্ঘ বিতর্কের ইতি, সরস্বতী পুজোর প্রস্তুতি শুরু প্রেসিডেন্সিতে
৩. ২৬ জানুয়ারি উপলক্ষে পার্কিং নিষিদ্ধ থাকবে আরআর অ্যাভিনিউ, জওহরলাল নেহরু রোড, ক্যাথিড্রাল রোড এবং পশ্চিম এসপ্ল্যানেড রো, পশ্চিম গভর্নমেন্ট প্লেস, কুইন্সওয়ে, আউট্রাম রোডে।