অবশেষে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য নিয়োগ সংক্রান্ত সমস্যার সমাধান হল মঙ্গলবার। এদিন দুপুরে রাজভবনে রাজ্যপাল সি ভি আনন্দের (C V Ananda Bose) সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। সেই বৈঠকেই উপাচার্য নিয়োগ সংক্রান্ত জট খুলে যায়। রাজ্যের ২৪টি বিশ্ববিদ্যালয়ের (State University) বর্তমান উপাচার্যদের আরও তিনমাস কার্যকালের মেয়াদ বৃদ্ধি করা হয়।
মঙ্গলবার রাজ্যপাল এবং শিক্ষামন্ত্রীর সঙ্গে এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের ছয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যেরা। এই বৈঠকে ছয় উপাচার্য নিজেদের পদত্যাগপত্র জমা দেন রাজ্যপালের কাছে।
আরও পড়ুন - কেমন চলছে পরীক্ষা ? ভবানীপুরে খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী
এরপর তাঁদের পদত্যাগপত্র গ্রহণ করে রাজ্যপাল তাঁদের তিনমাস মেয়াদ বৃদ্ধির চিঠি দেন। মঙ্গলবার এই বৈঠকে যারা উপস্থিত ছিলেন না তাঁরা বুধবার রাজভবনে গিয়ে ইস্তফাপত্র জমা দিয়ে মেয়াদবৃদ্ধির চিঠি নিয়ে যাবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।