বাংলা ছবি দিয়েই বড় পর্দায় অভিনয় জীবন শুরু করেছিলেন বিদ্যা বালান। পরিচালক ছিলেন গৌতম হালদার। সেই পরিচালককে শেষ শ্রদ্ধা জানাতে সব কাজ ফেলে কলকাতায় চলে এলেন অভিনেত্রী।
শুক্রবার সকালে কলকাতার এক বেসরকারি হাসপাতালে প্রয়াত হন পরিচালক গৌতম হালদার। জাতীয় পুরস্কার প্রাপ্ত ছবি 'ভাল থেকো'-তে ছবিতে অভিনয় করেছিলেন বিদ্যা। শুক্রবার কলকাতায় এসেই গৌতম হালদারের বাড়িতে যান অভিনেত্রী। তাঁকে শেষ শ্রদ্ধা জানান।
গত মাসেই সল্টলেকের এফবি ব্লকের দুর্গাপুজোতে আসেন বিদ্যা বালান। সেই সময় তাঁর সঙ্গে ছিলেন পরিচালক গৌতম হালদার নিজেই।