কয়েকদিন ধরেই মুখভার আকাশের। রোদের দেখা তো নেই, বরং পুজোর কেনাকাটা মাটি করেছে টানা বৃষ্টি (Heavy Rainfall)। হাওয়া অফিস বলছে, আপাতত এমনই থাকবে আবহাওয়া। পূর্বাভাস অনুযায়ী, গনেশ পুজোর মতো বিশ্বকর্মা পুজোতেও বৃষ্টিতে ভাসতে পারে বাংলা (West Bengal Weather Update)।
শুক্রবারও ঝেঁপে বৃষ্টি নেমেছে শহর কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এই মুহূর্তে সুস্পষ্ট নিম্নচাপ উত্তর প্রদেশের মধ্যভাগে রয়েছে। এই সুস্পষ্ট নিম্নচাপের কেন্দ্র থেকে মৌসুমী অক্ষরেখা পাটনা হয়ে বাংলার বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। যার জেরে আগামী দু'দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে দক্ষিবঙ্গে। এমনকি আগামী ৪৮ ঘণ্টা উত্তরবঙ্গের পাঁচ জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা।
আরও পড়ুন: হাসনাবাদে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ, চিৎকার শুনে ২ জনকে গণধোলাই স্থানীয়দের
রবিবার অর্থাৎ ১৮ সেপ্টেম্বর পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যার জেরে মঙ্গলবার থেকে আবার বদলাতে পারে আবহাওয়া। ফলে,পুজোর মরসুমেও বঙ্গে বৃষ্টির দাপট অব্যাহত থাকার সম্ভবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।