রাজ্যে কি এবার ৪৬টি জেলা! আমলাদের বার্ষিক সাধারণ সভার উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) মন্তব্যে নতুন করে জল্পনা ছড়াল। বর্তমানে রাজ্যে মোট ২৩টি জেলা আছে। মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে জেলার সংখ্যা বাড়ানোর ইচ্ছে থাকলেও পর্যাপ্ত আধিকারিক (Govt Officers) নেই। তাই সম্ভব হচ্ছে না।
বৃহস্পতিবার টাউন হলে (Town Hall) যান মুখ্যমন্ত্রী। নবরূপে টাউন হলের দ্বারোদ্ঘাটন করেন তিনি। এরপর ও ডব্লিউবিসিএস আধিকারিকদের সংগঠনের বার্ষিক সাধারণ সভায় যোগ দেন। সেখানে মুখ্যমন্ত্রী বলেন, "উন্নয়নের প্রয়োজনে জেলার সংখ্যা বাড়ানোর প্রয়োজন। আগামী দিনে ২৩টি জেলা থেকে ৪৬টি পর্যন্ত জেলা করার ইচ্ছে রয়েছে সরকারের। কিন্তু পর্যাপ্ত আধিকারিক না পাওয়ায় সম্ভব হচ্ছে না।"
আরও পড়ুন: চাটুকারিতা আগেও হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা নিয়ে কটাক্ষ শুভাপ্রসন্নের
এদিন আমলাদের বার্ষিক সভায় মুখ্যমন্ত্রী বলেন, "বর্তমানে আইএএস ও ডব্লিউবিসিএস আধিকারিকদের মধ্যে বিশেষ ভাতার ক্ষেত্রে বৈষম্য তৈরি হয়েছে। আইএএস-রা জেলাশাসক বা অতিরিক্ত জেলাশাসক হলে যে ভাতা পান, তার চেয়ে কম ভাতা পান।" মুখ্যমন্ত্রী জানান, এখন থেকে সবাই সমান বিশেষ ভাতা পাবেন। কোনও ভেদাভেদ থাকবে না।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, "বেতন ঊর্ধ্বসীমায় পৌঁছনোর পর চাকরির শেষ প্রান্তে এসে আর বেতন বাড়ে না।" এসব ক্ষেত্রে আমলাদের মাসে ১০ হাজার টাকা করে 'অ্যালাওয়েন্স' দেওয়া হবে।