রাজধানীতে আগেই ছিল। এবার কলকাতা বিমানবন্দরে (Dumdum Airport) মদ বিক্রি (Liquor Shop) শুরু করার উদ্যোগ নিতে চলেছে রাজ্যের আবগারি দফতর। সব কিছু ঠিক থাকলে আগামী মাসের মধ্যেই বিমানবন্দরে বিলিতি মদের দোকান শুরু হয়ে যাবে।
বর্তমানে কলকাতা বিমানবন্দরের টার্মিনালে যে দোকান আছে, তা আবগারি দফতরের নয়। সেখানে ডিউটি ফ্রি মদ বিক্রি করে শুল্ক বিভাগ। এবার ডোমেস্টিক টার্মিনালে মদের দোকান করবে আবগারি দফতর। মগ বিক্রি হলেও, সেখানে বসে খাওয়ার ব্যবস্থা থাকবে না। আবগারি দফতরের ভাষায় অফ শপ হবে এটি।
আরও পড়ুন: এবার খড়দহে 'টাকার পাহাড়', অধ্যাপকের ফ্ল্যাট থেকে উদ্ধার প্রায় ৩২ লক্ষ টাকা
আবগারি দফতর সূত্রে খবর, ইতিমধ্যেই এই নিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমতি পেলেই বাকি কাজ হয়ে যাবে। জানা গিয়েছে, বিমানবন্দরের এই মদের দোকান সরাসরি নিয়ন্ত্রণ করবে বেভকো। এই দোকানের জন্য কোনও দরপত্র প্রকাশ করেনি আবগারি দফতর।