নবনির্বাচিত দুই বিধায়কের শপথ নিয়ে ফের সংঘাতে রাজ্য-রাজভবন। রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের অভিযোগ, এই ব্যাপারে রাজভবন থেকে যে চিঠি পাঠানো হয়েছে, তা অসম্মানজনক। কারণ, রাজভবন থেকে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে ২৬ জুন হবে দুই বিধায়কের শপথ। তবে ওই দিন রাজ্যপাল নন, তৃণমূলের জয়ী দুই বিধায়ককে শপথ পড়াবেন রাজভবন মনোনীত কোনও ব্যক্তি।
আর এখানেই আপত্তি জানিয়েছে তৃণমূল। পরিষদীয় মন্ত্রীর অভিযোগ, শপথের রীতি মানছে না রাজভবন। কারণ, চিরাচরিত ধারায় বিধায়কদের শপথ পাঠ করানোর দায়িত্ব রাজ্যপালের। এই ব্যাপারে মুখ্যমন্ত্রীর থেকে পরামর্শ চাওয়া হবে বলেও জানিয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়।
লোকসভা ভোটের সঙ্গেই বিধানসভার উপনির্বাচন হয়েছিল মুর্শিদাবাদের ভগবানগোলা এবং উত্তর ২৪ পরগনার বরাহনগরে। দুটি কেন্দ্রেই জয়ী হয় তৃণমূল। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেনের শপথ নিয়ে এরআগে রাজ্যপালকে চিঠি দিয়েছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।