শুক্রবারই ডিএ আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসবে রাজ্য সরকার। নবান্নের ১৩ তলায় এই বৈঠক হবে। বৈঠকে থাকবে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। এই মর্মে যৌথ মঞ্চের কনভেনারকে চিঠি পাঠিয়েছে রাজ্য।
গত ১৭ এপ্রিল কলকাতা হাই কোর্ট এই বৈঠকের জন্য রাজ্যকে সময়সীমা বেঁধে দেয়। হাই কোর্টের নির্দেশ ছিল, রাজ্যের মুখ্যসচিবের নেতৃত্বে একটি কমিটি তৈরি করা হোক। ১০ দিনের মধ্যে কর্মচারী সংগঠনগুলির সঙ্গে বৈঠকে বসুক। সেই অনুযায়ী এই বৈঠকের সিদ্ধান্ত নবান্নের। বৃহস্পতিবার যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষকে চিঠি পাঠিয়েছে নবান্ন। সেখানেই এই বৈঠকের কথা জানানো হয়।
আরও পড়ুন: সিলিন্ডার ফেটে ভয়াবহ বিস্ফোরণ গার্ডেনরিচে, আহত অন্তত ২১ জন
সুপ্রিম কোর্টেও ডিএ মামলার শুনানি বারবার পিছিয়ে গিয়েছে। আগামী শুনানি মে মাসের দ্বিতীয় সপ্তাহে। তার আগে মুখ্যসচিবের নেতৃত্বে এই কর্মচারী সংগঠনের বৈঠক কতটা ফলপ্রসূ হয়, তার দিকে নজর থাকবে সরকারি কর্মীদের।