টেট প্রার্থীদের জন্য সুখবর। ফর্ম ফিল আপের জন্য আরও এক সপ্তাহ সময় পেলেন তাঁরা। পর্ষদ সূত্রে খবর, সোমবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অনুরোধের পরেই টেটে আবেদনের সময়সীমা বাড়িয়ে ১৪ নভেম্বর করা হয়েছে। আদালতের পর্যবেক্ষণের প্রেক্ষিতেই তাঁদের এই সিদ্ধান্ত বলে জানান পর্ষদ সভাপতি গৌতম পাল।
আগামী ১১ ডিসেম্বর, রবিবার টেটের দিন ধার্য হয়েছে। প্রায় ৬ বছর পরে ফের রাজ্যে টেট পরীক্ষা হবে। ১১ হাজার শূন্যপদের জন্য প্রায় ৭ লক্ষ আবেদন জমা পড়েছে। পর্ষদ জানিয়েছে, ২০১৪ এবং ২০১৭ সালের টেট উত্তীর্ণদের আবেদনের পাশাপাশি আন্দোলনরত চাকরিপ্রার্থীরাও এই পরীক্ষায় বসতে পারবেন। শুধু তাই নয়, মাথায় একাধিক মামলার কাঁটার মুকুট পড়েই গৌতম পালের ঘোষণা, এবার থেকে নিয়ম করে প্রতিবছর টেট হবে।
আরও পড়ুন- Abhishek Banerjee: মঙ্গলে প্রশাসনিক বৈঠক, হাজির থাকবেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
অন্যদিকে, টেট নিয়ে এখনও একাধিক মামলা ঝুলে রয়েছে হাইকোর্টে। সেগুলির দ্রুত নিষ্পত্তির দাবিতে এখনও কোর্ট-ঘর করছেন আবেদনকারীরা। এই প্রেক্ষিতেই বিচারপতি গঙ্গোপাধ্যায় পর্ষদকে টেট আবেদনের সময়সীমা বাড়ানোর অনুরোধ করেন। সকলেই যাতে পরীক্ষায় বসার সুযোগ পায়, তার জন্যই এই অনুরোধ জানান বিচারপতি। তারপরেই টেটের ফর্ম ফিল আপের জন্য আরও ৭ দিনের সময় বাড়ায় পর্ষদ।