নিম্নচাপের জেরে ফের রাজ্যে (West Bengal Weather Today) দুর্যোগের আশঙ্কা। শুক্রবার উত্তর বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ (Deep Depression) তৈরি হবে। রাজ্যের একাধিক জেলায় তার জেরে ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির (Heavy rainfall Prediction) পূর্বাভাস উপকূল ও পশ্চিমের জেলাগুলিতেও।
বৃহস্পতিবার রাজ্যজুড়েই আকাশ কার্যত মেঘলা ছিল। সঙ্গে ছিল ভ্যাপসা গরম। নিম্নচাপের জেরে শুক্রবারও রাজ্যের অধিকাংশ জেলায় আকাশ মেঘলা থাকবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা (Kolkata Weather Today) ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এর প্রভাবে শুক্রবার ভারী বৃষ্টি হবে। শনিবার পর্যন্ত চলবে এই দুর্যোগ। আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবার ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও দিতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা আছে।
আরও পড়ুন: হাওড়া স্টেশন থেকে উদ্ধার ৩৮ লক্ষ টাকা, ২ জনকে আটক করেছে রেলপুলিশ
নিম্নচাপের জেরে বৃহস্পতিবার রাত থেকেই ব্যাপক বৃষ্টি হয় ডাযমন্ডহারবারে। ১১৭ নম্বর জাতীয় সড়ক সহ বেশ কয়েক জায়গায় গাছ পড়ে যায়। দীর্ঘক্ষণ বন্ধ থাকে যান চলাচল। বিদ্যুৎহীন ছিল গোটা এলাকা।এদিকে নিম্নচাপের জেরে শনিবার পর্যন্ত পর্যটকদের সমুদ্রে না নামার পরামর্শ দিয়েছে প্রশাসন। উপকূলবর্তী জেলাগুলিতে জলোচ্ছ্বাসের সম্ভাবনাও আছে।