পারদ নামলেও, তাকে শীত বলে ভুল না করাই ভাল। এমনটাই দাবি আলিপুর আবহওয়া দফতরের। কারণ, শীত আসতে আরও একটু দেরি হবে। মঙ্গলবার থেকেই কলকাতার পারদ নেমেছে কুড়ির ঘরে। বুধবারও সেই জায়গাতেই স্থায়ী। তবে, আগামী পাঁচদিনে পারদের খানিকটা পতনের ইঙ্গিত দেওয়া হয়েছে।
কিন্তু কেন থমকে আছে শীত ? হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গের দুই জেলায় বৃষ্টির কারণে শীতের এই দেরি। বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পঙে আগামী দু দিন বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। যা আটকাচ্ছে শীতের রাস্তা।
শীত নয়, আপাতত আমেজ নিয়েই খুশি থাকতে হবে দক্ষিণবঙ্গকে। কলকাতার পাশাপাশি এই আমেজ অনুভব করবে জেলা সদরগুলি। তবে গ্রাম বাংলার অনেক জায়গাতে ঠান্ডা অন্য এলাকার থেকে বেশি।