মহালয়ার ভোরে অসুর নিধন হলেও বৃষ্টিরূপী 'অসুর' যেন পিছু ছাড়ছে না মা দুর্গার। পুজোর মুখেই ফের একবার খারাপ খবর। সপ্তমী থেকেই ভাসতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। যার মধ্যে রয়েছে শহর কলকাতাও।
আলিপুর সূত্রে খবর, দেবীর বোধনের দিনই ভাসতে পারে কলকাতা থেকে শহরতলি। উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের সম্ভাবনা রয়েছে। ফলে পুজোর মধ্যেই ভাসবে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, সব প্রান্ত। তবে নবমী থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা উত্তরবঙ্গে। সোমবারের রিপোর্টে এমনটাই জানিয়েছে হাওয়া অফিস।
আরও পড়ুন- TET : ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে টেট, ঘোষণা শিক্ষামন্ত্রীর
ষষ্ঠীতে দক্ষিণবঙ্গে বৃষ্টির ক্ষীণ সম্ভাবনা থাকলেও উত্তরে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। মূলত দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।