গঙ্গাসাগর মেলার আবহেই শহরে কিছুটা কমলো ঠাণ্ডার দাপট(West Bengal Weather Update)। কিন্তু মেলার মজায় বাধ সেধেছে ঘন কুয়াশা এবং শিশির। তবে কলকাতায় তাপমাত্রা(Kolkata Weather Update) বৃদ্ধি পেলেও রাজ্যে আরও কিছুদিন ঠাণ্ডা থাকবে বলেই পূর্বাভাস হাওয়া অফিসের। আলিপুর আবহাওয়া দফতরের(Alipore Weather Office) মতে, রাজ্যে আরও বেশ কিছুদিন জাঁকিয়ে থাকবে ঠাণ্ডা। বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৪ ডিগ্রি সেলসিয়াস। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রির আশেপাশে থাকার সম্ভাবনা।
মূলত মকর সংক্রান্তি(Makar Sankranti 2023) এলেই বঙ্গে ঠাণ্ডার দাপট কমতে থাকে। এবারও তার খুব একটা হেরফের হয়নি। পশ্চিমি ঝঞ্ঝার কারণে পারদ ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হওয়ার পূর্বাভাস হাওয়া অফিসের(West Bengal Weather Forecast)। ফলে উত্তুরে হাওয়ার দাপট কমতে থাকবে। এর পরিবর্তে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ উষ্ণ বাতাস রাজ্যে প্রবেশ করছে বলেই খবর।
আরও পড়ুন- Salt Lake Fire: ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ড সল্টলেকে, পুড়ে ছাই একাধিক দোকান, ঘটনাস্থলে দমকল মন্ত্রী