গঙ্গাসাগরে চলছে পূণ্যস্নান। পেরিয়ে গেল মকর সংক্রান্তিও(Makar Sankranti 2023)। তবুও শীতের দেখা নেই বঙ্গে। বরং বেড়েই চলেছে শহর থেকে জেলার তাপমাত্রা। সপ্তাহের প্রথম দিনই কলকাতার(Kolkata Weather Update) সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৪ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি, শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকার কথা ২৬.২ ডিগ্রি সেলিসিয়াস। সোমবার সকালে কলকাতা এবং শহরতলিতে কুয়াশার(West Bengal Weather Update) দেখা মিলেছে। তবে বেলা বাড়লে আকাশ পরিষ্কার হবে বলেই খবর। আলিপুর আবহাওয়া দফতর(Alipore Weather Update) সূত্রে খবর, আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টির কোনও পূর্বাভাস নেই বঙ্গে।
তবে আশার কথা শুনিয়েছেন আবহবিদরা। তাঁদের মতে, অতীতে বাংলায় শীত ফিরে আসার নজির রয়েছে। তাঁদের কথায়, খুব শীঘ্রই রাজ্যে ধীরে ধীরে আবার কমবে তাপমাত্রা। শুরু হবে শীতের দ্বিতীয় ইনিংস(West Bengal Weather Update)।
আরও পড়ুন- Taslima Nasrin: পরপর 'আজব' পোস্ট, হাসপাতালের বেড থেকে ছবি আপলোড তসলিমা নাসরিনের
আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে বলেই খবর। ভোরের কুয়াশায় দৃশ্যমানতার সমস্যা হলেও একটু বেলা বাড়লেই তা কেটে যাবে বলেই খবর। পাশাপাশি, আগামী সপ্তাহ থেকে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা(Rain Forecast in West Bengal) রয়েছে।