সকাল থেকেই ঠান্ডার আমেজ রাজ্যজুড়ে। শীত প্রেমীদের জন্য সুখবর শোনাল আলিপুর হাওয়া অফিস। পূর্বাভাস অনুযায়ী, আপাতত রাজ্যজুড়ে শীতের আমেজ বজায় থাকবে। বরং আগামী সপ্তাহে আরও কমতে পারে তাপমাত্রার পারদ।
শনিবার সকাল থেকেই মেঘমুক্ত পরিষ্কার আকাশ। সঙ্গে হালকা শীতের আমেজ। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে সামান্য কমেছে তাপমাত্রা। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস।
শুক্রবার কলকাতার তাপমাত্রা ছিল ১৮.১ ডিগ্রি সেলসিয়াস। শনিবার বেড়ে হয়েছে ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস। তবে, বজায় রয়েছে শীতের আমেজ।আগামী কয়েকদিনও এইরকমই তাপমাত্রা থাকবে কলকাতায় এবং তার আশেপাশের জেলাগুলিতে।
উত্তর এবং দক্ষিণ কোনও বঙ্গেই আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। তবে, সকাল হলেই কোথাও কোথাও দেখা যাবে হালকা কুয়াশা। আগামী সপ্তাহে আরও কমবে তাপমাত্রা।