বিচিত্র আবহাওয়া বঙ্গে। প্রতিদিনই নামছে সর্বোচ্চ তাপমাত্রা। আর উঠছে সর্বনিম্ন তাপমাত্রা। গত ২৪ ঘণ্টায় রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ২০.২ ডিগ্রি সেলসিয়ায়। যা স্বাভাবিকের থেকে ছয় ডিগ্রি কম। আর সর্বনিম্ন তাপমাত্রা ১৫। হাওয়া অফিসের খাতায় যা স্বাভাবিক।
আগামী ২৪ ঘণ্টায় রাজ্যে কুয়াশার দাপট অব্যাহত থাকবে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে সকাল থেকে বজায় থাকবে ঘন কুয়াশা। আপাতত রাজ্যে বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। উত্তরের জেলাগুলিতে মেঘ থাকলেও, তাতে বৃষ্টি নই বলেই দাবি।
রবিবার কলকাতার আকাশ সাধারণ পরিষ্কার থাকবে। দিনের তাপমাত্রা ২০ ডিগ্রির আশেপাশেই থাকবে। তবে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ পেরিয়ে ১৫ ডিগ্রির ঘরেই ঘোরাফেরা করবে।