ডিসেম্বর মাস চলছে, তবুও বঙ্গে স্থায়ী নয় শীত। এই জাঁকিয়ে ঠান্ডা পড়ছে তো পরক্ষণেই গায়ে রাখা যাচ্ছে না সোয়েটার। হাওয়া অফিস আগেই জানিয়েছে, এবার বড়দিন কাটবে ‘গরমেই’। বুধবার যদিও ঠান্ডার মান রেখেছে তাপমাত্রা, একধাক্কায় নেমে দাঁড়িয়েছিল ১৪ এর ঘরে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.১ ডিগ্রি সেলসিয়াস।
Bank Holiday in January : জানুয়ারিতে ব্যাঙ্কে একগুচ্ছ ছুটি, কবে, কোথায় বন্ধ থাকছে ব্যাঙ্ক, দেখে নিন
এদিকে হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার থেকেই বঙ্গে হাওয়া বদল। বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের জেরে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে দক্ষিণবঙ্গে। যার জেরে, শনি ও রবিবার পাওয়া যাবে না রোদের দেখা , আংশিক মেঘলা থাকবে আকাশ। কুয়াশায় ঢাকতে পারে চারিপাশ। ২৩ তারিখ পর্যন্ত আবহাওয়ার বিশেষ পরিবর্তন ঘটবে না, শুক্রবার থেকে তাপমাত্রা বাড়তে পারে ২/৩ ডিগ্রি।