কলকাতা ১৮। কিন্তু বঙ্গে শীত রুখতে আসরে ফের সেই নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দফতরের খবর, আন্দমান সাগরে এই নিম্নচাপ ঘনীভূত হচ্ছে। যা রবিবারের মধ্যে স্পষ্ট হতে পারে, কোন প্রান্তে বাঁক খাবে। তার আগে অবশ্য পারদের পতন লক্ষ্য করা গিয়েছে উত্তরবঙ্গ এবং পশ্চিমের জেলা গুলিতে। সেখানে রাতের তাপমাত্র ১৬ ডিগ্রি অনুভূত হচ্ছে।
এমনিতেই, হেমন্তের এই সময়ে রাজ্যে পশ্চিমের জেলাগুলিতে শীত এসে যায়। তবে এবার যেন একটু থমকে রয়েছে তাপমাত্র। আবহাওয়াবিদদের মতে, মূলত বৃষ্টির ভ্রুকুটি কাটলেই শীত ফিরবে রাজ্যে। যদিও উত্তরবঙ্গের আকাশ এখন থেকে পরিষ্কার রয়েছে।
তবে, কলকাতা ও তার পাশের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা একটু একটু করে কমছে। গত ২৪ ঘণ্টায় এই অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা কমছে ২ ডিগ্রির কাছাকাছি।