মহালয়ার সকালে দক্ষিণবঙ্গে রোদ ঝলমলে আবহাওয়া থাকলেও উত্তরের মুখ ভার। উত্তরের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এমনকি দু-এক জায়গায় অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা। উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও মহালয়ার সকালে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
জানা গিয়েছে, রবিবার শহর কলকাতার তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে। আর্দ্রতাজনিত অস্বস্তির পাশাপাশি তীব্র গরমে নাকাল শহরবাসী। মহালয়ার বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৯২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টির পরিমাণ ৩.১ মিলিমিটার।
আরও পড়ুন- Howrah News : হাওড়ার গঙ্গা থেকে নিখোঁজ চিকিৎসকের দেহ উদ্ধার, এখনও খোঁজ মেলেনি বন্ধুর