তীব্র দাবদাহের জেরে অতিষ্ঠ বঙ্গবাসী। চল্লিশের উপর রয়েছে তাপমাত্রার পারদ। এরমধ্যেই কিছুটা স্বস্তির খবর শোনাল হাওয়া অফিস। আগামী সপ্তাহের শেষে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
পূর্বাভাস অনুযায়ী, আগামী রবিবার থেকে বৃষ্টি শুরু হতে পারে দক্ষিণবঙ্গে। চলতে পারে মঙ্গলবার পর্যন্ত। বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদীয়া এবং মুর্শিদাবাদে।
আরও পড়ুন - ভোট আবহে উত্তপ্ত দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্র, মাথা ফাটল বিজেপি মণ্ডল সভাপতির
যদিও দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও তাপমাত্রার খুব বিশেষ হেরফের হবে না বলেই জানিয়েছে হওয়া অফিস। সর্বোচ্চ তাপমাত্রা কমার খুব বিশেষ সম্ভাবনা নেই বলেই জানিয়ে গিয়েছে।